প্রতিষ্ঠার পর থেকে বাংলার নবজাগরণের অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। পরবর্তী বছরগুলিতে প্যারীচরণ সরকারের যোগ্য উত্তরাধিকারী হিসেবে
- রামতনু লাহিড়ী
- ডঃ এনামুল হক
- সত্যানন্দ প্রামাণিক
- নারায়ণ চন্দ্র চন্দ
এবং আরও অনেক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এই স্কুলের উন্নয়নে অবদান রেখেছিলেন।
- স্বামী শিবানন্দ (রামকৃষ্ণ মঠের দ্বিতীয় সভাপতি)
- ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায় (বিশিষ্ট ঔপন্যাসিক)
- মনীষ ঘটক (কবি)
- স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি (বিশিষ্ট শিল্পপতি)
- শচীন্দ্রনাথ বা ছবি বিশ্বাস
- সৌমিত্র চ্যাটার্জি (প্রধান অভিনেতা)
এই পবিত্র প্রতিষ্ঠানের প্রখ্যাত প্রাক্তন ছাত্রদের তালিকার কিছু নাম মাত্র।
